আজ সকাল ১০টার দিকে বাদী নুসরাত জাহান তাঁর আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতে হাজির হন। বাদীর আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন, আদালতের নোটিশ পেয়ে বাদী হাজির হয়েছেন। তিনি তদন্ত কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেবেন।
মুনিয়ার ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামলায় এক মাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে খুঁজে পাচ্ছে না পুলিশ। মামলা দায়েরের চার দিন পার হলেও তাঁর অবস্থান এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারী কর্মকর্তারা