মৌলভীবাজারে জয় বাংলা ঘুড়ি উৎসব
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে জয় বাংলা ঘুড়ি উৎসব। গতকাল সোমবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ উৎসব হয়। জেলা প্রশাসনের আয়োজনে চিল, কাক, ইগল, টাইগার, মাছ, কচ্ছপ, প্রজাপতি, বাদুড়ের আদলে দেড় শ ঘুড়ি স্থান পায় উৎসবে।