গোপালগঞ্জ জেলা কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
গোপালগঞ্জ জেলা কারাগারের তারেক বাইন (৬০) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। তিনি ভারতীয় নাগরিক। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিম বিহারের সোনার গ্রামের মরন বাইনের ছেলে তিনি। তাঁর বিরুদ্ধে জাজিরা থানার মামলা হয়। দা কন্ট্রোল অব অ্যান্টি অ্যাক্ট এর ৪ ধারায় সে সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।