খাদ্যের খোঁজে লোকালয়ে হনুমানের দল
খাবারের সন্ধানে কেশবপুরের কালোমুখি হনুমানগুলো এখন মনিরামপুরে। গেল ২ মাস ধরে ছোটবড় অন্তত ২০টি হনুমান দল বেঁধে উপজেলার শ্যামকুড় এলাকায় ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়রা সাধ্যমতো তাদের খাবারের ব্যবস্থা করলেও হনুমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছেন তাঁরা। হনুমান বাড়িতে বা সবজি খেতে ঢুকে উৎপাত চালাচ্ছে।