শেষ সময়ে মোহামেডানের হৃদয় ভাঙল আবাহনী
প্রতিদ্বন্দ্বীতার ছিটেফোঁটাও নেই। ম্যাচটা এগোচ্ছিল প্রাণহীন এক ড্রয়ের দিকে। নিষ্প্রাণ ম্যাচের উত্তেজনাটা যেন জমা রইল শেষ সময়ের জন্য। শেষ বাঁশি বাঁজার আগে পুষ্কর খিসা মিমোর গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী।