নিজস্ব প্রতিবেদক
প্রতিদ্বন্দ্বীতার ছিটেফোঁটাও নেই। ম্যাচটা এগোচ্ছিল প্রাণহীন এক ড্রয়ের দিকে। নিষ্প্রাণ ম্যাচের উত্তেজনাটা যেন জমা রইল শেষ সময়ের জন্য। শেষ বাঁশি বাঁজার আগে পুষ্কর খিসা মিমোর গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী।
ক্লাব কাপ হকির ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবং আবাহনী। ম্যাচে মোহামেডানকে হারিয়ে টানা দুই জয়ে এখন গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে আবাহনী। দিনের আরেক ম্যাচে অ্যাজাক্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পুলিশ এস. সি।
২০১৮ সালে লিগের সুপার ফাইভে দুই দলের সর্বশেষ ম্যাচটাও উপহার দিয়েছিল জমজমাট এক লড়াইয়ের। সে ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছিল আবাহনী। কিন্তু আজকের ম্যাচটায় উত্তেজনা বলতে যেন কিছুই ছিল না। তিন ভারতীয় খেলোয়াড় নিয়েও আক্রমণে আবাহনীর থেকে পিছিয়ে ছিল মোহামেডান।
৩৭ মিনিটে প্রতিপক্ষের পায়ে লেগে বল বাইরে গেছে-এ দাবিতে পেনাল্টি স্ট্রোক না পাওয়ায় মোহামেডানের কয়েকজন খেলোয়াড় মাঠ ছাড়লে খেলা বন্ধ হয়ে যায় ৭ মিনিটের জন্য।
শেষদিকে মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ফাউল করে হলুদ কার্ড দেখে পাঁচ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যান খোরশেদুর রহমান শিশির। এক খেলোয়াড় কম নিয়েই খেলার শেষ বাঁশি বাঁজার আগে মাহবুব হোসেনের পাস থেকে জোরালো হিটে লক্ষ্যভেদ করেন মিমো।
প্রতিদ্বন্দ্বীতার ছিটেফোঁটাও নেই। ম্যাচটা এগোচ্ছিল প্রাণহীন এক ড্রয়ের দিকে। নিষ্প্রাণ ম্যাচের উত্তেজনাটা যেন জমা রইল শেষ সময়ের জন্য। শেষ বাঁশি বাঁজার আগে পুষ্কর খিসা মিমোর গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী।
ক্লাব কাপ হকির ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবং আবাহনী। ম্যাচে মোহামেডানকে হারিয়ে টানা দুই জয়ে এখন গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে আবাহনী। দিনের আরেক ম্যাচে অ্যাজাক্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পুলিশ এস. সি।
২০১৮ সালে লিগের সুপার ফাইভে দুই দলের সর্বশেষ ম্যাচটাও উপহার দিয়েছিল জমজমাট এক লড়াইয়ের। সে ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছিল আবাহনী। কিন্তু আজকের ম্যাচটায় উত্তেজনা বলতে যেন কিছুই ছিল না। তিন ভারতীয় খেলোয়াড় নিয়েও আক্রমণে আবাহনীর থেকে পিছিয়ে ছিল মোহামেডান।
৩৭ মিনিটে প্রতিপক্ষের পায়ে লেগে বল বাইরে গেছে-এ দাবিতে পেনাল্টি স্ট্রোক না পাওয়ায় মোহামেডানের কয়েকজন খেলোয়াড় মাঠ ছাড়লে খেলা বন্ধ হয়ে যায় ৭ মিনিটের জন্য।
শেষদিকে মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ফাউল করে হলুদ কার্ড দেখে পাঁচ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যান খোরশেদুর রহমান শিশির। এক খেলোয়াড় কম নিয়েই খেলার শেষ বাঁশি বাঁজার আগে মাহবুব হোসেনের পাস থেকে জোরালো হিটে লক্ষ্যভেদ করেন মিমো।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৪৪ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে