Ajker Patrika

শেষ সময়ে মোহামেডানের হৃদয় ভাঙল আবাহনী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

প্রতিদ্বন্দ্বীতার ছিটেফোঁটাও নেই। ম্যাচটা এগোচ্ছিল প্রাণহীন এক ড্রয়ের দিকে। নিষ্প্রাণ ম্যাচের উত্তেজনাটা যেন জমা রইল শেষ সময়ের জন্য। শেষ বাঁশি বাঁজার আগে পুষ্কর খিসা মিমোর গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী।

ক্লাব কাপ হকির ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবং আবাহনী। ম্যাচে মোহামেডানকে হারিয়ে টানা দুই জয়ে এখন গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে আবাহনী। দিনের আরেক ম্যাচে অ্যাজাক্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পুলিশ এস. সি। 

২০১৮ সালে লিগের সুপার ফাইভে দুই দলের সর্বশেষ ম্যাচটাও উপহার দিয়েছিল জমজমাট এক লড়াইয়ের। সে ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছিল আবাহনী। কিন্তু আজকের ম্যাচটায় উত্তেজনা বলতে যেন কিছুই ছিল না। তিন ভারতীয় খেলোয়াড় নিয়েও আক্রমণে আবাহনীর থেকে পিছিয়ে ছিল মোহামেডান। 

৩৭ মিনিটে প্রতিপক্ষের পায়ে লেগে বল বাইরে গেছে-এ দাবিতে পেনাল্টি স্ট্রোক না পাওয়ায় মোহামেডানের কয়েকজন খেলোয়াড় মাঠ ছাড়লে খেলা বন্ধ হয়ে যায় ৭ মিনিটের জন্য। 

শেষদিকে মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ফাউল করে হলুদ কার্ড দেখে পাঁচ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যান খোরশেদুর রহমান শিশির। এক খেলোয়াড় কম নিয়েই খেলার শেষ বাঁশি বাঁজার আগে মাহবুব হোসেনের পাস থেকে জোরালো হিটে লক্ষ্যভেদ করেন মিমো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত