পড়াশোনা নিয়ে বাবার বকাঝকা, পরদিন সকালে মিলল মেয়ের ঝুলন্ত মরদেহ
দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পড়াশোনা করছে না, তাই বকাবকি করেছিলেন বাবা। পরে রাতে না খেয়েই ঘুমাতে যায় মেয়ে। সকালে বোন তাকে ডাকতে গিয়ে দেখেন বোনের মরদেহ ঝুলছে ঘরের আড়ার সঙ্গে। পরিবারের দাবি, মেয়ে আত্মহত্যা করেছে...