ছুটি নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল সেনা সদস্যের, ফিরছে মরদেহ
নির্বাক চেয়ে আছেন বাবা তাহেদ আলী। বুক চাপড়িয়ে কেঁদেই চলেছেন মা পপি বেগম। বিলাপ করছে, ‘আমারে ফেলা থুইয়া অকালে চলে গেলি বেটা। তুই না বলেছিলি, ছুটি পেলেই বাড়িতে আসবি।’ কাঁদছেন ২ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সম্পা আকতার। জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোবাইলে তাঁর সাথে আমার শেষ কথা হয়েছিল সোমবার রাতে।