বলেশ্বরে ট্রলারডুবি: ‘কর্কশিটে ভেসে’ মাকে কল বায়েজিদের, তারপর নিখোঁজ
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর ছেলে বায়েজিদ ফোন করে জানায়, তাদের ট্রলার ডুবে গেছে। তারা দুজন একটি কর্কশিটের ওপর ভেসে আছে। তাদের তাড়াতাড়ি উদ্ধারের জন্য সাহায্য চায় তারা। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়...