কড়া পাহারায় রোমানরা
কোনো কোয়ারেন্টিন নেই। সুইজারল্যান্ডে পৌঁছে স্বস্তিতে নিশ্বাস ফেলার কথা বাংলাদেশি তিরন্দাজদের। বিশ্বকাপ খেলতে গিয়ে ঘরবন্দী হয়ে থাকতে কারও ভালো লাগার কথা না। তিরন্দাজদের কোয়ারেন্টিন তাই কড়াকড়ি করছে না সুইস সরকার। কোয়ারেন্টিন কড়াকড়ি না হলেও বিদেশি তিরন্দাজদের কড়া নজরেই রাখবে সুইজারল্যান্ড।