শ্যান্ডলার সুশাসন সূচকে আবারও সেরা সিঙ্গাপুর, বাংলাদেশ কোথায়
সুশাসন পরিমাপের জন্য সাতটি মানদণ্ড ব্যবহার করে সিজিজিআই। এর তিনটিতেই প্রথম হয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। সেগুলো হলো—নেতৃত্ব ও দূরদর্শিতা, যা দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিসহ নীতিগত অবস্থান এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারার সক্ষমতা বোঝায়; শক্তিশালী প্রতিষ্ঠান, যেমন মন্ত্রণালয়, সরকারি দপ্তর এব