সোমেশ্বরীর বুকে ভাসে জীবিকার স্বপ্ন
হাসিমুখে যাত্রী তুলছেন আসিফ মিয়া। বয়স ত্রিশ ছুঁইছুঁই। জীবন তাকে স্কুল থেকে তুলে এনে দাঁড় করিয়েছে বৈঠার সামনে। আসিফ বলেন, “ঈদের সময় যাত্রী বেশি থাকে, আয়ও হয় ভালো। আগে দিনে ৫০০ টাকাও জোটত না, এখন ঈদে ১৫শ থেকে ২ হাজার টাকাও হয়।”