সিলেটে ১৫ দিন ধরে কর্মবিরতিতে চা-শ্রমিকেরা
সাত সপ্তাহের বকেয়া মজুরি এবং ১৩ মাসের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়ার প্রতিবাদে টানা ১৫ দিনের মতো কর্মবিরতি পালন করেন চা-শ্রমিকেরা। আজ সোমবার দুপুরে লাক্কাতুরা চা-বাগানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা, কেওয়াচড়া, দলদলি চা-বাগানের কয়েক শ শ্