সেরা ১০০ সিনেমার তালিকা প্রকাশ করল নিউইয়র্ক টাইমস
নেপথ্যে কাজ করেছেন ৫০০ জনের বেশি মানুষ। তালিকায় আছেন গুইলার্মো দেল তোরো, সোফিয়া কপোলা, পেদ্রো আলমোদোভার, ব্যারি জেনকিন্স, জুলিয়ানে মুরসহ জনপ্রিয় সারা বিশ্বের পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও সমালোচক। তাঁদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তাঁদের দৃষ্টিতে একুশ শতকে মুক্তি পাওয়া সেরা সিনেমা কোনগুলো...