সিআরবি রক্ষায় অভিনব উপায়ে প্রতিবাদ
বিশুদ্ধ পানি, বায়ু ছাড়া মানুষ বাঁচতে পারে না। বাতাসে বিষাক্ত কার্বন, সিসা আর পানিতে ডাইংয়ের কেমিক্যাল। সবার আগে পরিবেশ বাঁচানো প্রয়োজন। পরিবেশ বাঁচালে হাসপাতাল লাগবে না, ওষুধ লাগবে না। ওষুধ খেতে খেতে শরীর হয়েছে ওষুধের কারখানা। সুন্দরবন রক্ষা করো, সিআরবি রক্ষা করো। প্রাকৃতিক হাসপাতাল ধ্বংস করে কৃত্রি