প্রত্যাবর্তন, আনন্দ আর বেদনার অশ্রুতে ভাসা
দেখতে দেখতে শেষ হয়ে এল ২০২১। আন্তর্জাতিক ও ক্লাব, এ বছর ফুটবলের দুই ক্ষেত্রেই দেখা মিলেছে ভরপুর নাটকীয়তার। ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে উঠে এসে ইতালির ইউরো জয়, আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির প্রথম শিরোপা জয়, মেসি-রোনালদোর দলবদলের উত্তাপ আর শেষ দিকে এসে করোনার থাবা—সব মিলিয়ে ২০২১ সাল ফুটবলপ্