ব্যবহৃত জিনিসপত্রে মা-বাবাকে খুঁজছে মেঘ
ভাঁজে ভাঁজে ছিঁড়ে যাওয়ার উপক্রম পুরোনো শাড়ি, পাঞ্জাবি, টিশার্ট আর নোটবুকসহ কিছু পত্রিকার কাটিং। বিভিন্ন প্রসাধনী সামগ্রীসহ আছে ক্যামেরায় তোলা নানান ছবি—যা সুতোয় বেঁধে ঝোলানো কিংবা দেয়ালে সাঁটানো। এসবের সামনে সমুদ্র গভীর চোখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে ১৫ বছরের এক কিশোর। উজ্জ্বল ফরসা, পাতলা গড়নের লম্ব