গ্যাসের চাপ কমে যাওয়ায় যমুনায় সার উৎপাদন বন্ধ
গ্যাস সংকটে জামালপুরের সরিষাবাড়ী যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার চাহিদা মাফিক গ্যাসের চাপ না থাকায় সার (ইউরিয়া ও অ্যামোনিয়া) উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। তবে, কারখানার নিজস্ব ও আমদানি করা সারের মজুত থাকায় সার সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানান কারখানা কর্তৃপক্ষ।