‘দাড়ি কামানোর আগে পর্যন্ত দরবেশ–পীরেরা শেয়ারবাজার চালিয়েছেন, তাঁদের মুরিদেরা এখনো আছে’
দেশের পুঁজিবাজারকে অনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে যেসব দরবেশ ও পীরেরা লাভবান হয়েছেন, তাঁরা এখন না থাকলেও তাঁদের মুরিদেরা রয়ে গেছেন। বর্তমানে কোনো রাজনৈতিক চাপ নেই। তাই বিগত সময়ের অনিয়ম, দুর্নীতি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা হবে।