শখের বসে বাগান করে বাজিমাত শিক্ষকের, ১০০-এর বেশি প্রজাতির গাছ
২০১৭ সালে তিনি শখের বশে বাড়ির পাশের একটি টিলায় প্রথমে আমগাছ রোপণ করেন। এতে ভালো ফলন পেয়ে তাঁর আগ্রহ আরও বাড়তে থাকে। এরপর একে একে যুক্ত করেন কমলা, মাল্টা, পেয়ারা, জামরুল, ডালিম, ড্রাগন ফল, ত্বিন, স্ট্রবেরিসহ আরও অনেক দেশি-বিদেশি জাতের ফল।