Ajker Patrika

শখের বসে বাগান করে বাজিমাত শিক্ষকের, ১০০-এর বেশি প্রজাতির গাছ

মৌলভীবাজার প্রতিনিধি
বড়লেখা উপজেলার রেজাউল করিম খন্দকার তাঁর বাগানের আম দেখাচ্ছেন। ছবি: আজকের পত্রিকা
বড়লেখা উপজেলার রেজাউল করিম খন্দকার তাঁর বাগানের আম দেখাচ্ছেন। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা রেজাউল করিম খন্দকার। পেশায় তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। তবে শিক্ষকতার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী ফলের বাগান, যা তাঁর শখ ও ভালোবাসার এক প্রতিচ্ছবি। প্রায় আট বছর আগে নিজের বাড়ির পাশে মাত্র দুই একর জমিতে বাগান শুরু করলেও এখন তা শতাধিক দেশি-বিদেশি ফলের গাছে সমৃদ্ধ।

২০১৭ সালে তিনি শখের বশে বাড়ির পাশের একটি টিলায় প্রথমে আমগাছ রোপণ করেন। এতে ভালো ফলন পেয়ে তাঁর আগ্রহ আরও বাড়তে থাকে। এরপর একে একে যুক্ত করেন কমলা, মাল্টা, পেয়ারা, জামরুল, ডালিম, ড্রাগন ফল, ত্বিন, স্ট্রবেরিসহ আরও অনেক দেশি-বিদেশি জাতের ফল। তিনি এখন দেশ ও বিদেশ থেকে নতুন নতুন জাতের ফল গাছ এনে লাগাচ্ছেন। তাঁর এই বাগানটি এখন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার এলাকার এক দর্শনীয় স্থান।

সম্প্রতি তাঁর বাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে ঝুলছে থোকা থোকা ফল। সব গাছের নিচে ফলের নাম ও জাত লেখা রয়েছে, যা দেখে যে কেউ সহজেই পরিচিত হতে পারে।

রেজাউল করিম জানান, তাঁর বাগানে বর্তমানে ৫০ জাতের আমগাছ, ১০ জাতের কমলা ও মাল্টা এবং ৭ জাতের আঙুরের গাছ রয়েছে। এ ছাড়া রয়েছে আনার, আপেল, পারসিমন, নাশপাতি, ড্রাগন ফল, ত্বিন ফল, ব্ল্যাকবেরি, লুকাট, রামবুটান, সালাক, পেয়ারা, স্ট্রবেরি, জামরুল, কাজুবাদাম, ফিলিপাইন আখ, আতাফল, শরিফা ও পেঁপে।

আমের জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আলফানসো, আমেরিকান কেন্ট, হিমসাগর, পাকিস্তানি চোষা, সূর্য ডিম, বৈশাখী, হাঁড়িভাঙা, কিউজাই, ব্ল্যাকস্টোন, মহাচনক এবং ব্যানানা ম্যাঙ্গো। কমলার মধ্যে রয়েছে—হানিডিউ, কমলা তারাক্ক, রুপি গ্রেপ, চায়না কমলা, সিলেটি কমলা ও থাই-২। আঙুরের মধ্যে আছে—আঙুর গ্রিল লং, ফ্যান্টাসি, বাইকুলুর, ভিতুবি ব্ল্যাক এবং এবিউ জায়ান্ট। এবার তিনি চার শতক জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করেছেন এবং ফলন ভালো হওয়ার আশা করছেন।

আঙুরগাছের পরিচর্যা করছেন রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা
আঙুরগাছের পরিচর্যা করছেন রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘রেজাউল করিম একজন শৌখিন এবং উদ্যমী কৃষি উদ্যোক্তা। তাঁর বাগান পরিদর্শন করে আমি তাঁকে বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের জন্য উৎসাহিত করেছি।’

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, ‘আমরা রেজাউলের মতো এমন উদ্যোক্তা খুঁজছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য প্রয়োজন, তা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

স্ত্রীর সম্পদ পুনরুদ্ধারে মামলা করা যায়

হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে আমরাই করব সহিংসভাবে: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত