মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা রেজাউল করিম খন্দকার। পেশায় তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। তবে শিক্ষকতার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী ফলের বাগান, যা তাঁর শখ ও ভালোবাসার এক প্রতিচ্ছবি। প্রায় আট বছর আগে নিজের বাড়ির পাশে মাত্র দুই একর জমিতে বাগান শুরু করলেও এখন তা শতাধিক দেশি-বিদেশি ফলের গাছে সমৃদ্ধ।
২০১৭ সালে তিনি শখের বশে বাড়ির পাশের একটি টিলায় প্রথমে আমগাছ রোপণ করেন। এতে ভালো ফলন পেয়ে তাঁর আগ্রহ আরও বাড়তে থাকে। এরপর একে একে যুক্ত করেন কমলা, মাল্টা, পেয়ারা, জামরুল, ডালিম, ড্রাগন ফল, ত্বিন, স্ট্রবেরিসহ আরও অনেক দেশি-বিদেশি জাতের ফল। তিনি এখন দেশ ও বিদেশ থেকে নতুন নতুন জাতের ফল গাছ এনে লাগাচ্ছেন। তাঁর এই বাগানটি এখন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার এলাকার এক দর্শনীয় স্থান।
সম্প্রতি তাঁর বাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে ঝুলছে থোকা থোকা ফল। সব গাছের নিচে ফলের নাম ও জাত লেখা রয়েছে, যা দেখে যে কেউ সহজেই পরিচিত হতে পারে।
রেজাউল করিম জানান, তাঁর বাগানে বর্তমানে ৫০ জাতের আমগাছ, ১০ জাতের কমলা ও মাল্টা এবং ৭ জাতের আঙুরের গাছ রয়েছে। এ ছাড়া রয়েছে আনার, আপেল, পারসিমন, নাশপাতি, ড্রাগন ফল, ত্বিন ফল, ব্ল্যাকবেরি, লুকাট, রামবুটান, সালাক, পেয়ারা, স্ট্রবেরি, জামরুল, কাজুবাদাম, ফিলিপাইন আখ, আতাফল, শরিফা ও পেঁপে।
আমের জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আলফানসো, আমেরিকান কেন্ট, হিমসাগর, পাকিস্তানি চোষা, সূর্য ডিম, বৈশাখী, হাঁড়িভাঙা, কিউজাই, ব্ল্যাকস্টোন, মহাচনক এবং ব্যানানা ম্যাঙ্গো। কমলার মধ্যে রয়েছে—হানিডিউ, কমলা তারাক্ক, রুপি গ্রেপ, চায়না কমলা, সিলেটি কমলা ও থাই-২। আঙুরের মধ্যে আছে—আঙুর গ্রিল লং, ফ্যান্টাসি, বাইকুলুর, ভিতুবি ব্ল্যাক এবং এবিউ জায়ান্ট। এবার তিনি চার শতক জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করেছেন এবং ফলন ভালো হওয়ার আশা করছেন।
বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘রেজাউল করিম একজন শৌখিন এবং উদ্যমী কৃষি উদ্যোক্তা। তাঁর বাগান পরিদর্শন করে আমি তাঁকে বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের জন্য উৎসাহিত করেছি।’
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, ‘আমরা রেজাউলের মতো এমন উদ্যোক্তা খুঁজছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য প্রয়োজন, তা করা হবে।’
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা রেজাউল করিম খন্দকার। পেশায় তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। তবে শিক্ষকতার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী ফলের বাগান, যা তাঁর শখ ও ভালোবাসার এক প্রতিচ্ছবি। প্রায় আট বছর আগে নিজের বাড়ির পাশে মাত্র দুই একর জমিতে বাগান শুরু করলেও এখন তা শতাধিক দেশি-বিদেশি ফলের গাছে সমৃদ্ধ।
২০১৭ সালে তিনি শখের বশে বাড়ির পাশের একটি টিলায় প্রথমে আমগাছ রোপণ করেন। এতে ভালো ফলন পেয়ে তাঁর আগ্রহ আরও বাড়তে থাকে। এরপর একে একে যুক্ত করেন কমলা, মাল্টা, পেয়ারা, জামরুল, ডালিম, ড্রাগন ফল, ত্বিন, স্ট্রবেরিসহ আরও অনেক দেশি-বিদেশি জাতের ফল। তিনি এখন দেশ ও বিদেশ থেকে নতুন নতুন জাতের ফল গাছ এনে লাগাচ্ছেন। তাঁর এই বাগানটি এখন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার এলাকার এক দর্শনীয় স্থান।
সম্প্রতি তাঁর বাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে ঝুলছে থোকা থোকা ফল। সব গাছের নিচে ফলের নাম ও জাত লেখা রয়েছে, যা দেখে যে কেউ সহজেই পরিচিত হতে পারে।
রেজাউল করিম জানান, তাঁর বাগানে বর্তমানে ৫০ জাতের আমগাছ, ১০ জাতের কমলা ও মাল্টা এবং ৭ জাতের আঙুরের গাছ রয়েছে। এ ছাড়া রয়েছে আনার, আপেল, পারসিমন, নাশপাতি, ড্রাগন ফল, ত্বিন ফল, ব্ল্যাকবেরি, লুকাট, রামবুটান, সালাক, পেয়ারা, স্ট্রবেরি, জামরুল, কাজুবাদাম, ফিলিপাইন আখ, আতাফল, শরিফা ও পেঁপে।
আমের জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আলফানসো, আমেরিকান কেন্ট, হিমসাগর, পাকিস্তানি চোষা, সূর্য ডিম, বৈশাখী, হাঁড়িভাঙা, কিউজাই, ব্ল্যাকস্টোন, মহাচনক এবং ব্যানানা ম্যাঙ্গো। কমলার মধ্যে রয়েছে—হানিডিউ, কমলা তারাক্ক, রুপি গ্রেপ, চায়না কমলা, সিলেটি কমলা ও থাই-২। আঙুরের মধ্যে আছে—আঙুর গ্রিল লং, ফ্যান্টাসি, বাইকুলুর, ভিতুবি ব্ল্যাক এবং এবিউ জায়ান্ট। এবার তিনি চার শতক জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করেছেন এবং ফলন ভালো হওয়ার আশা করছেন।
বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘রেজাউল করিম একজন শৌখিন এবং উদ্যমী কৃষি উদ্যোক্তা। তাঁর বাগান পরিদর্শন করে আমি তাঁকে বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের জন্য উৎসাহিত করেছি।’
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, ‘আমরা রেজাউলের মতো এমন উদ্যোক্তা খুঁজছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য প্রয়োজন, তা করা হবে।’
রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে শুধু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়ে যাওয়ার কারণেও তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
১ ঘণ্টা আগেফারহানা জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি মেহেরপুর শহরের পেয়াদাপাড়ায়। নিহত শিক্ষার্থীর স্বামী রাইহানুল ইসলাম জানান, আজ সকাল ৯টার দিকে শহরের পেয়াদাপাড়া থেকে স্ত্রী ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগেমাত্র ১৫ দিনের চাকরি। সংসারের হাল ধরতে চাওয়া তরুণী নারগিস আক্তারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল! পোড়া শরীর এতটাই বিকৃত যে মুখ দেখে কেউ চিনতে পারেননি। কিন্তু বাবা কখনো সন্তানকে চিনতে ভুল করেন না! পায়ের নূপুর দেখে মেয়ের লাশ শনাক্ত করলেন মো. ওয়ালিউল্লাহ।
২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে লাগা ভয়াবহ আগুনে পুড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টিনশেড দোতলা গুদামটিতে আগুন লাগার পর তা বিস্ফোরিত হয়ে পাশের একটি চারতলা ভবনে ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে