কোটি টাকা সম্মানী চাইলেন শাকিব, বিপাকে পরিচালক
শাকিব খানকে নিয়ে বেশ কিছু আলোচিত সিনেমা বানিয়েছেন বদিউল আলম খোকন। ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘একবার বলো ভালোবাসি’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘হিরো: দ্য সুপারস্টার’, ‘রাজাবাবু’সহ ডজনের বেশি হিট সিনেমা উপহার দিয়েছেন নির্মাতা-অভিনেতার এই জুটি। শ