মুক্তির মিছিলে ‘অন্তরাত্মা’, প্রতিযোগিতা বাড়ল শাকিবের
কথা ছিল এই ঈদে শাকিব খানের একটি সিনেমাই মুক্তি পাবে—‘বরবাদ’। এটাকে ঘিরেই ছিল হলমালিকদের যাবতীয় প্রস্তুতি। শাকিব খান, মোশাররফ করিম, আফরান নিশো কিংবা সিয়াম—কার সিনেমা কতটা হল পেতে পারে, সে হিসাব অনেকটা হয়েই ছিল। তবে শেষ পর্যন্ত সমীকরণ এত সহজ হলো না। মুক্তির মিছিলে যোগ হলো শাকিব অভিনীত আরেক সিনেমা...