শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন
পীরগঞ্জের চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজ এবং হাতিবান্ধা উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহীদ মিনার দুটির ভিত্তি স্থাপন করা হয়। লায়ন্স আব্দুস সালাম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে শহীদ মিনার দুটি নির্মাণ করা হবে বলে জানা গেছে।