মেসির দুঃখটা কি এবার ঘুচবে
সংশয়ের মেঘটা যেন কিছুতেই সরছিল না কোপা আমেরিকার ওপর থেকে। রাজনৈতিক অস্থিরতা আর করোনার বলি হয়ে ফুটবলের সূচি থেকে লাতিন আমেরিকা শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি আবার পিছিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। শেষ মুহূর্তে আদালতে গড়িয়ে সাম্বার দেশ ব্রাজিলে আজ শুরু হচ্ছে কোপার ৪৮তম আসর।