জেনিথ ইনস্যুরেন্স লাইফ তহবিল বেড়েছে ১০২%
জেনিথ ইসলামী লাইফের আমানত সংগ্রহ, বিমার দাবি পরিশোধসহ সামগ্রিক সূচকে উন্নতি দেখা দিয়েছে। বিমা কোম্পানিটির ২০২২ সাল শেষে মোট লাইফ তহবিল ছিল ৯ কোটি ২৭ লাখ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ১৮ কোটি ৭৪ লাখ টাকা।