টোঙ্গায় ২ জনের করোনা শনাক্ত হওয়ায় লকডাউন
প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গায় ২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সিওসি সোভালেনির বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। টোঙ্গার সিওসি সোভালেনি বলেন, রাজধানী নুকু'আলোফার বন্দরে দুজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। টোঙ্গাতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামির পর ওই বন্দ