চমক নিয়ে আসছেন মীর
আরও একটি রিয়েলিটি শো নিয়ে আসছেন মীর। এ মাস থেকেই কালারস টিভিতে প্রচার শুরু হবে অনুষ্ঠানটির। নাম ‘সংগীতের মহাযুদ্ধ’। তবে এ শোটি কমেডি নয়, গান নিয়েই আয়োজন। মীরের জন্য এ অভিজ্ঞতা খানিকটা নতুন। এতদিন নিজের উপস্থাপনায় রেডিওতে গান শুনিয়ে এসেছেন তিনি। এবার শোনাবেন টিভিতে।