শুঁটকি সংগ্রহে প্রস্তুত জেলে
আগামী ১ নভেম্বর থেকে পূর্ব সুন্দরবনের দুবলার চরে শুরু হবে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ মৌসুম। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগেরহাটের রামপালের জেলে-মহাজনেরা। সাগরে যাওয়ার জন্য যে যাঁর মতো জাল, দড়ি, নৌকা ও ট্রলার প্রস্তুত করছেন। কেউ নতুন ট্রলার তৈরি করেছেন, আবার কেউ পুরোনো ট্রলার মেরামত করছেন।