আলেকজান্ডার-দৌলতখাঁ নৌ-রুটে নাব্যসংকট, ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার দৌলত খাঁ নৌ-রুটে চলাচলকারী যাত্রীবাহী জাহাজ বে-ক্রুজের নাব্যসংকট, কারিগরি ত্রুটি ও কৌশলগত কারণে যাত্রী পারাপার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে এই রুটে চলাচলকারী শতাধিক যাত্রী। এদিকে ওই ঘাট মালিক ও জাহাজ ইজারাদারের যোগসাজশে অতিরিক্ত ভাড়া আদায় করে ছোট ডিঙি, জেলে নৌকা, মাছ ধর