দুই খুনের মামলা থেকে বাঁচতে আরেক খুন
রাজৈর উপজেলার হোসেনপুরের ভ্যানচালক সালাম শেখ (৪৮) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। দুই খুনের মামলা থেকে রেহাই পেতে ও প্রতিপক্ষকে ফাঁসাতেই ভ্যানচালক সালামকে কুপিয়ে হত্যা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন চুন্নু মাতুব্বর, হেমায়েত শেখসহ তাঁদের সহযোগীরা। হত্যার পর সালাম শেখের অভিভাবক সেজে হেমা