মাদারীপুরে এক রাতের ইলিশমেলায় কোটি টাকার বেচাকেনা
মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার মাছের আড়ত, মস্তফাপুরের পাইকারি মৎস্য আড়ত, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসহ জেলার বিভিন্ন বাজারে ইলিশ বেচার মহোৎসব চলে। আগামী ২২ দিন ইলিশ কেনা-বেচা ও বাজারজাত বন্ধ থাকবে, তাই এই ইলিশ মেলা করা হয়।