‘আকাম সব আমরাই করছি’-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
স্বাধীনতা বিরোধী ও যুদ্ধে অংশ না নেওয়া ব্যক্তির নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় আসার জন্য নিজেদেরকে দায়ী করে মন্ত্রী বলেন, ‘আকাম সব আমরাই করছি’। রাজাকারদেরকে মুক্তিযোদ্ধা বানাইছি আমরা। আমরা মুক্তিযোদ্ধারা, আমাদের সেক্টর কমান্ডাররা নিজের আত্মীয়, পরিবারের লোকজনের নাম এই তালিকায় ঢুকাইছি।