রাজশাহী ল্যাবে নমুনাজট, ফল পেতে বিলম্ব
সানাউল্লাহ সরকারের ভাগ্য কিছুটা ভালই। তিনি একদিন পরই নমুনা পরীক্ষার ফল জানতে পেরেছেন। কিন্তু অনেকেরই ভাগ্য সুপ্রসন্ন নয়। নমুনার ফল জানতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত তিন দিন। রাজশাহী অঞ্চলে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ, তখন নমুনা জটের কারণে করোনা পরীক্ষার ফল পেতে দেরি হচ্ছে