নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা এখনো ঠিক হয়নি। নির্বাচন যখনই হোক, আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখছে বিএনপি। নির্বাচন সামনে রেখে হাইকমান্ডের নির্দেশে দল গোছানো শুরু হয়েছে এরই মধ্যে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সাংগঠনিক শক্তি, শৃঙ্খলা এবং গতিশীলতা বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে দলটি।