‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অবরুদ্ধ এনবিআর, বন্ধ শুল্ক-কর কার্যক্রম
আন্দোলনকারীদের অবস্থানের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে এনবিআরের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছেন বিজিবি, পুলিশ, র্যাব ও কোস্ট গার্ডের সদস্যরা। এই অবস্থায় ভেতরে কেউ ঢুকতে পারছেন না। বের হতেও পারছেন না কেউ। ফলে এনবিআরের সব সেবা বন্ধ রয়েছে।