Ajker Patrika

চানখাঁরপুলে জুলাইয়ে ৬ হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দিলেন ১৭ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চানখাঁরপুলে জুলাইয়ে ৬ হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দিলেন ১৭ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মোট ১৭ জন। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেন ওই সময় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল।

জবানবন্দি শেষে এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ অক্টোবর দিন ধার্য করে দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, একটি শটগান, ৫০ রাউন্ড গুলিসহ ওই পুলিশ কর্মকর্তা চানখাঁরপুলে উপস্থিত ছিলেন। তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাত্র-জনতার ওপর গুলি করার নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি গুলি করেননি। ওখানে কারা গুলি করেছে, তিনি তাদের নাম বলেছেন। এর মধ্য দিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিকটিমদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আট আসামির বিরুদ্ধে গত ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয়। আট আসামির মধ্যে গ্রেপ্তার থাকা শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। আর পলাতক রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট

৬ বছর কানাডায় বাস, সীমান্তে আটক বাংলাদেশিকে নিয়ে বিপাকে মার্কিন কর্তৃপক্ষ

নির্বাচন কীভাবে হবে, তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্টা

জুলাই সনদে যা যা আছে

পীরগাছায় বিএনপি নেতার ওপর হামলার জেরে সড়ক অবরোধ, চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত