রাঙামাটিতে কারফিউ নেই, শহরে বসে সবজির হাট
কারফিউ না থাকায় রাঙামাটিতে মানুষের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আজ বুধবার জেলা শহরের বিভিন্ন স্থানে বসে সবজির হাট। তবে, হাটে ক্রেতাদের উপস্থিতি কম ছিল। সরেজমিনে জানা গেছে, আজ শহরের কল্যাণপুর, কলেজ গেট, বনরুপা, তবলছড়ি, রিজার্ভ বাজারে বসে হাট।