রোজার গুরুত্ব ও তৎপর্য
আরবি সনের নবম মাস রমজান। এ মাসের পুরোটাই রোজা পালন ও বেশি বেশি ইবাদত করে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোজার আরবি শব্দ ‘সাওম’ অর্থ বিরত থাকা। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলায় সাওমকে ‘রোজা’ বলা হয়। ইসলামের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌন সম্ভোগ ও শরিয়ত-নির্ধারিত বিধিনিষেধ থেকে নি