অসুস্থতাই খবরে আনছে খালেদা-রওশনকে
দল-মত ভিন্ন হলেও কিছু বিষয়ে ভীষণ মিল রয়েছে দুজনের মধ্যে। দুজনই সাবেক ফার্স্ট লেডি। দুজনের স্বামীই ছিলেন সাবেক সেনা কর্মকর্তা। একজন বিএনপির চেয়ারপারসন, আরেকজন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক (চিফ প্যাট্রন)। অমিলের জায়গাটা হচ্ছে, একজন সাবেক প্রধানমন্ত্রী হলেও অন্যজনের সেই গৌরব নেই। তবে জীবনের শেষ প্রান