অবরোধের মধ্যেই যাত্রাবাড়ীতে যানজট
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার দুই দিনের অবরোধের প্রথম দিন আজ বুধবার সকাল থেকেই রাজধানীর জুরাইন, ধোলাইরপাড়, যাত্রাবাড়ী ও সায়েদাবাদে যানবাহন চলাচল বেড়েছে। আন্তজেলা বাস চলাচল কিছুটা কম থাকলেও, লোকাল সার্ভিসের বাস ছিল বিগত দিনের অবরোধের তুলনায় বেশি।