মাগুরায় বেড়েছে লাকড়ির দামও, বিপাকে নিম্নবিত্তরা
মাগুরায় নিত্যপণ্যের দামের পাশাপাশি বাড়তে শুরু করেছে লাকড়ির দাম। স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্যাসের দাম বাড়ার পর অনেকেই লাকড়ি পুড়িয়ে রান্না শুরু করেছিলেন, কিন্তু ইট তৈরির মৌসুম চলায় ইটভাটাগুলো এখন বিপুল পরিমান লাকড়ি সংগ্রহ করছে। এতেই খুচরা বাজারে বেড়েছে লাকড়ির দাম।