বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দুজনের লাশ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে একদিনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্যকলহের কারণে দুজন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর গতকাল শুক্রবার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।