নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর হালিশহরে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠার পর আনুমানিক ২৫-৩০ বছর বয়সী অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শুক্রবার হালিশহর থানায় একটি হত্যা মামলা হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হালিশহর থানা আওতাধীন আগ্রাবাদ এক্সেস রোডে উড আবাসিক হোটেলের ৮০২ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, ওই নারীর গলা ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ওই নারীকে নিয়ে কামরুল হাসান পরিচয় দেওয়া এক ব্যক্তি হোটেল ভাড়া নেন। হোটেলে দেখানো জাতীয় পরিচয়পত্রে ওই ব্যক্তির ঠিকানা কুমিল্লা জেলায় ছিল। বিকেল সাড়ে ৫টায় ওই ব্যক্তি হোটেল থেকে বের হয়ে আগ্রাবাদ এক্সেস রোডের দিকে চলে যায়। রাত ১১টা ১০ মিনিটে রুম থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরে হোটেল কর্তৃপক্ষ বিকল্প চাবি ব্যবহার করে রুমটি খুলে এক নারীর লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়।
পুলিশের এ কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, এখনো ওই নারীর পরিচয় জানা সম্ভব হয়নি। এ ছাড়া হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। জাতীয় পরিচয়পত্রের ঠিকানার সূত্র ধরে পরে এটা আমরা নিশ্চিত হই। জাতীয় পরিচয়পত্রে থাকা ব্যক্তি হত্যাকারী নন। হত্যাকারী কামরুল হাসান নামে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। রুম ভাড়া নেওয়ার সময় অজ্ঞাতনামা ওই ব্যক্তি মাস্ক পড়ে ছিলেন। হোটেল রিসিপশনের দায়িত্বরত জাতীয় পরিচয়পত্রের ছবির সঙ্গে ওই ব্যক্তির ছবি ভালোভাবে যাচাই বাছাই না করে রুম ভাড়া দিয়েছিলেন।
নগরীর হালিশহরে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠার পর আনুমানিক ২৫-৩০ বছর বয়সী অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শুক্রবার হালিশহর থানায় একটি হত্যা মামলা হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হালিশহর থানা আওতাধীন আগ্রাবাদ এক্সেস রোডে উড আবাসিক হোটেলের ৮০২ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, ওই নারীর গলা ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ওই নারীকে নিয়ে কামরুল হাসান পরিচয় দেওয়া এক ব্যক্তি হোটেল ভাড়া নেন। হোটেলে দেখানো জাতীয় পরিচয়পত্রে ওই ব্যক্তির ঠিকানা কুমিল্লা জেলায় ছিল। বিকেল সাড়ে ৫টায় ওই ব্যক্তি হোটেল থেকে বের হয়ে আগ্রাবাদ এক্সেস রোডের দিকে চলে যায়। রাত ১১টা ১০ মিনিটে রুম থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরে হোটেল কর্তৃপক্ষ বিকল্প চাবি ব্যবহার করে রুমটি খুলে এক নারীর লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়।
পুলিশের এ কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, এখনো ওই নারীর পরিচয় জানা সম্ভব হয়নি। এ ছাড়া হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। জাতীয় পরিচয়পত্রের ঠিকানার সূত্র ধরে পরে এটা আমরা নিশ্চিত হই। জাতীয় পরিচয়পত্রে থাকা ব্যক্তি হত্যাকারী নন। হত্যাকারী কামরুল হাসান নামে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। রুম ভাড়া নেওয়ার সময় অজ্ঞাতনামা ওই ব্যক্তি মাস্ক পড়ে ছিলেন। হোটেল রিসিপশনের দায়িত্বরত জাতীয় পরিচয়পত্রের ছবির সঙ্গে ওই ব্যক্তির ছবি ভালোভাবে যাচাই বাছাই না করে রুম ভাড়া দিয়েছিলেন।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
১ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১০ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫