গোপালগঞ্জে বিল এলাকার ৬০ হাজার মানুষের দুর্ভোগ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চান্দা বিলের ১০ কিলোমিটার দীর্ঘ জলিরপাড়-উজানী সড়কটির বেহাল দশা দীর্ঘ ২ বছর ধরে। অন্যদিকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বাঘিয়ার বিলের ৮ কিলোমিটার দীর্ঘ বড় ডোমরাসুর-কদমবাড়ি সড়কটি সংস্কারের জন্য ৩ বছর আগে খোঁড়া হয়।