কৃষি মার্কেটের আগুনেও সেই পুরোনো সন্দেহ
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন ব্যবসায়ীদের মধ্যে আবার পুরোনো সন্দেহ জাগিয়েছে। তাঁরা বলছেন, ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে মার্কেট ভাঙার সিদ্ধান্তের পর আগুন লাগা স্বাভাবিক নয়। তাঁদের অভিযোগ, ব্যবসায়ীদের অনড় অবস্থানের কারণে মার্কেট ভাঙতে না পেরে জায়গা খালি করতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।