আমি ভাবিনি, বেঁচে ফিরব: আন্দোলনে আহত শিক্ষার্থী হারুন
শিক্ষার্থী হারুন অর রশিদ বলেন, ‘আমি একা, আমাকে ১০–১৫ জন ধরে মারবে, এটা ভাবতে পারিনি। কথা বলার আগেই ধরে ধরে মারা হয়েছে। আমি ভাবিনি, আমি বেঁচে ফিরব। কারণ তাদের হাতে রাম দাসহ অস্ত্র ছিল। পাশ থেকে বলা হচ্ছে, গুলি কর, জবাই কর, মেরে ফেল। সাধারণ ছাত্রদের যে এভাবে মার খেতে হবে কল্পনার বাইরে।’