Ajker Patrika

চুরির অপবাদে তরুণকে গাছে ঝুলিয়ে নির্যাতন

অভয়নগর (যশোর) প্রতিনিধি
Thumbnail image
তরুণকে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

যশোরের অভয়নগরে ভ্যান চুরির অপবাদে এক তরুণকে গাছে উল্টোভাবে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগদাহ গ্রামের ইদ্রিস খাঁর বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল সন্ধ্যায় নির্যাতনের এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আজ শুক্রবার তরুণের বাবা বাদী মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী তরুণের নাম ইউসুফ মল্লিক (২০)। তিনি বাগদাহ গ্রামের শরিফ মল্লিকের ছেলে। নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মো. আহম্মেদ আলী বেগ (৫৫) একই গ্রামের মোকছেদ বেগের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ভ্যান চুরির অপবাদে ইউসুফ মল্লিককে গাছে উল্টোভাবে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। একই গ্রামের আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ তাঁদের লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

তরুণের বাবা মো. শরীফ বলেন, ছেলেকে মধ্যযুগীয় কায়দায় উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করায় দোষীদের শাস্তি চেয়ে অভয়নগর থানায় মামলা করেছেন।

আজ শুক্রবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম জানান, নির্যাতনের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। অভিযান চালিয়ে মো. আহম্মেদ আলী বেগকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত