চার মাসের বেতন বকেয়া, বিএফডিসির কর্মচারীদের মানববন্ধনের ডাক
একসময় লাইট, ক্যামেরায় বিএফডিসির প্রতিটি জায়গা মুখরিত থাকলেও, এখন তা সুদূর অতীত। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)তে কমে গেছে সিনেমার শুটিং। রুগ্ণ অবস্থায় ধুকে ধুকে চলছে প্রতিষ্ঠানটি! এর সঙ্গে জড়িত থাকা কর্মকর্তা-কর্মচারীদের পরিস্থিতও এখন এমন। গত চার মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন