পরিযায়ী পাখির কলতানে মুখর ঘোপ বাঁওড়
শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে দল বেধে আসা পরিয়যী পাখির কলরব। সাইবেরিয়া থেকে আসা এসব পাখির কিচিরমিচির শব্দে রোজ ঘুম ভাঙে স্থানীয়দের। মুখরিত হয়ে ওঠে পরিবেশ। পাখিদের কোলাহল, কলরব, ডানা মেলে অবাধ বিচরণ ও ঝাঁক বেধে ওড়াউড়ি নজর কাড়বে যেকারো।